কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাসে আক্রান্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যের সংস্পর্শে আসা ছয়জনের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

এই চিকিৎসক জানান, গতকাল শুক্রবার আইইডিসিআরের পরীক্ষায় র‌্যাবের ওই সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়। ওই র‌্যাব সদস্য করোনা আক্রান্ত হওয়ার কিছুদিন আগে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পাঁচ দিন থেকে যান। তাই করোনা ধরা পড়ার পর কর্তৃপক্ষ তার শ্বশুরবাড়িসহ সাতটি বাড়ি ও আটটি দোকান লকডাউন করে। টিটু চন্দ্র শীল আরও জানান, ওই র‌্যাব সদস্যের সংস্পর্শে থাকা শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ছয়জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।