করোনায় কর্মহীন হয়ে পড়া পাবনা জেলার ৬০০ পরিবহন শ্রমিকের খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা গণস্বাস্থ্যকেন্দ্র। গণস্বাস্থ্যকেন্দ্র ৬০০ পরিবহন শ্রমিকের প্রতিজনকে চাল, ডাল, তেলসহ ২৫ কেজি করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করছে।
শনিবার পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালে এই বিতরন কর্মসুচির উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শিবজিত নাগ এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিতরন কর্মসুচির সমন্বয়কারি আঁখিনুর ইসলাম রেমন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, এসএটিভির জেলা প্রতিনিধি কলিট তালুকদার, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী প্রমুখ।