বান্দরবানের লামায় মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই মাথা ন্যাড়া করে ফেসবুকে ছবি প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। লামায় মাথা ন্যাড়া করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, করোনা ভাইরাসের প্রতিরোধ এখন সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হচ্ছে।এই মহামারি ভাইরাস প্রতিরোধে আমরা কখন স্বাভাবিক হবে তা অস্বাভাবিক তার নিশ্চয়তা নেই। যত দিন বাড়িতে অবস্থান করতেছি এই সুযোগে মাথা ন্যাড়া করে সিদ্ধান্ত নিয়েছি। তা ছাড়া সরকারি নির্দেশনায় এখন নিত্যপ্রয়োজন দোকান ছাড়া সব দোকান পাট বন্ধ তার মধ্যে সেলুনগুলোও।

এই ব্যাপারে আমাদের সকলের প্রিয় চির হাস্যোজ্জ্বল উমর ফারুখ রুবেল ভাই এক সাক্ষাৎকারে বলেন, মাথার চুল নিয়ে একেক মানুষের একেক রকম সমস্যা থাকে। কেউ খুশকি নিয়ে সমস্যায় আছেন, আবার কারো মাথার চুল পড়ে যাচ্ছে, কেউবা আবার চুল ঠিকমতো বাড়ছে না তবে আমার এই ধরনের কোন সমস্যা না থাকলেও বেশী তাপমাত্রায় বেড়ে যাওয়া’র কারণে মহামারি করোনা ভাইরাস ছড়ি পাড়ায় সরকারের নিদ্দেশনা মেনে চলা Lock down পরিস্থিতিতে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ না থাকায় একটু ন্যাড়া হলাম।

জাহেদ জাহেদুল ইসলাম উচ্চমান সহকারি কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস, লামা, বান্দরবান, পেইজবুক টাইমলাইন থেকে নেওয়া-

ইহা একটি সম্পূর্ণ রঙিন, ফুল ফাইটিং পারিবারিক টীমের গল্প!…

চৈত্রের তীব্র গরমে, সবার অবস্থা যখন চরমে! আমরা পারিবারিক টীম চুল ছাঁটিয়ে আছিতো বেশ আরামে!…

জ্বর, সর্দি, হাঁচি-কাশি আর প্রচন্ড গা ব্যাথা নিয়ে বিছানায় কাতরানোর চাইতে পরিবারের সবার সাথে হাসি-খুশি থাকার বৃথা চেষ্টামাত্র!…

দোয়া কামনায়ঃ জাহেদ জাহেদুল ইসলাম।

পৌরশহর ২নং ওয়ার্ড অর্নব কর্মকার (আবীর) সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, লামা পোরসভা শাখা বলেন , করোনা ভাইরাসের কারণে বাড়িতেই হোম কোয়ারেন্টাইন আছি। শুনেছি, মাথা ন্যাড়া করলে চুল পড়া বন্ধ হয় ভাবলাম এই সুযোগে মাথা ন্যাড়া করে ফেলি। তাই চুল ফেলে দিলাম। পৌরশহরে এক সেলুন দোকানদার সুভাষ শীল বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন সবাইকে বাড়িতে অবস্থান করতে সে জন্য নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব কিছু বন্ধ থাকবে। তার কারণে দোকান বন্ধ হলেও পরিচিত দু-একজন ফোন দিলে বাড়িতে গিয়ে চুল কেটে দিয়ে আসছি

স্বপন কর্মকার,লামা,(বান্দরবান) প্রতিনিধি