করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকা লকডাউন অথবা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। আজ রোববার নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী। এখানে ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় প্রশাসনের সহযোগিতায় কয়েকটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। দিন দিন নাসিকের কয়েকটি এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা ও লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে বিধায় এটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস সংক্রামণের ঝুঁকি বেশি।

এমন অবস্থায় মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক বিবেচনায় মেয়র জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন অথবা উক্ত এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় কাউফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন। এর আগে, আজ দুপুরে আইইডিসিআর’র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারায়ণগঞ্জে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন।