লালমনিরহাটে ২ জনকে করোনাভাইরাস সংক্রামণ সন্দেহে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ওই ২ জনকে জেলার সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ৪০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও গলাব্যথা নিয়ে রবিবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি হন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ওই ব্যক্তি সম্প্রতি পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। পাঁচদিন ধরে তিনি জ্বর ও গলা ব্যথায় ভুগছেন।

এদিকে রাতে জ্বর, সর্দি কাশি ও গলাব্যাথা নিয়ে জেলা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। তিনি ২০দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। তার বাড়ি লালমনিরহাট পৌরসভাধিন যুগিটারি এলাকায়।

এ বিষয়য়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবু জাফর জানান, ওই দুই ব্যক্তির পরিবারকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।