চট্টগ্রাম মহানগরীতে আজ সোমবার রাত ১০টা থেকে বাহির-প্রবেশ দুটোই বন্ধ করা হচ্ছে। এর আগে সন্ধ্যা ৭টার মধ্যে সকল ধরনের দোকান-মার্কেট বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল। এই লক্ষ্যে নগরীর প্রবেশমুখে পুলিশ তল্লাশী চৌকি বসিয়েছে।

একইভাবে সোমবার সন্ধ্যা ৭টা থেকে নগরীর ওষুধের দোকান ছাড়া বাকিসহ ধরনের দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা অনুসারী সন্ধ্যা ৭টায় নগরীর সব ধরনের দোকান-মার্কেট বন্ধ হয়েছে। এখন নতুন করে আরেকটি নির্দেশনা দেয়া হলে নগর পুলিশের পক্ষ থেকে।

এই নির্দেশনা অনুযায়ী, নগরীতে শুধুমাত্র জরুরিসেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রফতানি পণ্য পরিবহনে যুক্ত গাড়ি এবং এই সংশ্লিষ্ট লোকজন যাতায়াত করতে পারবেন। বাকি সব ধরনের গাড়ি এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।