নরসিংদীর পলাশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইসলামপাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করেন। করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। পরে আজ সোমবার রাতে পাওয়া রিপোর্টে ফলাফল পজেটিভি আসে।

নরসিংদীর করোনাভাইরাস প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস বলেন, ‘আমরা এখন তার বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো তাকে বাসায় রেখে চিকিৎসা করা হবে নাকি আইসোলেশনে পাঠানো হবে। প্রয়োজন হলে এলাকাটি লকডাউন করা হতে পারে।’