নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক জাকিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে শহরের উকিল পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আটক জাকিরুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, সম্প্রতি করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গত ৫ এপ্রিল একটি ইউটিউব লিংক শেয়ার করেন জাকির।

সেই ভিডিওতে দেখানো হয়, লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে ও ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছেন। এমন একটি ভুয়া তথ্য সমাজে ছড়ানোর দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন এবং সাধারণ মানুষের মনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর দায়ে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।