করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে কারাগার সংরক্ষিত রাখতে দেশের ৩ হাজার কারা বন্দিকে জামিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার । করোনায় সৃষ্ট দুর্যোগের কারনে কারাবন্দির সংখ্যা কমাতেই দেশের ৬৮ কারাগারে ছোট খাট অপরাধ ও জামিন যোগ্য ধারায় বিচারাধীন ৩ হাজারের বেশী কারা বান্দিকে জামিন দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে কারা সূত্রে যানা গেছে। এর মধ্যে মাদরীপুর জেলা কারাগার থেকে ৭৪ জন বন্দীকে মুক্তি দেয়ার প্রস্তাব কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। কারা মুক্তির পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধী ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামী (হাজতি) ২০ জন, লাইফ সাজাপ্রাপ্ত বন্দী ৫জন,সব মিলিয়ে ৭৪ জন। কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে ৭৪ জনের নামের তালিকা কারা অধিদপ্তরে মাদারীপুর থেকে এ তালিকা পাঠানো হয়েছে বলে জানায়,মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম।

সাবরীন জেরীন,মাদারীপুর।