ময়মনসিংহ ৮ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক কনস্টেবল করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় আজ সন্ধ্যায় (এপিবিএন) কে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।আক্রান্ত কনস্টেবলকে ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

জেলা প্রশাসক মিজানুর রহমান এটি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ ৫০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ জনের করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে এদের মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন এর একজন কনস্টেবল এবং অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের। তিনি জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন লকডাউন করা হয়েছে। তিনি জানান পুলিশের ওই কনস্টেবল গত মাসের শেষ দিকে ঢাকার (স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন )এসপিবিএন থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএন এ যোগদান করেময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মসিউল আলম জানান, এপিবিএন পুলিশ কনস্টেবল এস.কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।

এদিকে মুক্তাগাছা এপিবিএন পুলিশ সুপার নজরুল ইসলাম জানান আজকে ৪৮ জন এপিবিএন সদস্যকে লকডাউন করা হয়েছে।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ