খোঁজের দু’দিন পর বৃহষ্পতিবার গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্ম্যা নদী থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে পালানোর সময় সে নিখোঁজ হয়েছিল।

নিহতের নাম মো. রুবেল (৩২)। সে গাজীপুরের কাপসিয়া উপজেলার টোক ইউনিয়নের শহর টোক এলাকার মফিজ উদ্দিনের ছেলে। রুবেল স্থানীয় টোক নয়নপুর বাজারে নিমকি ও পিঁয়াজি তৈরী এবং বিক্রি করতো।

কাপাসিয়া থানার টোক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সিদ্দিকুর রহমান জানান, কাপাসিয়া সীমানার পার্শ্ববর্তী ময়মনসিংহের পাগলা থানার ভাঙ্গারি গ্রামে শীতলক্ষ্ম্যা নদীর পাড়ে বসে মঙ্গলবার বিকেলে ৭/৮জন জুয়া খেলছিল। বিকেল তিনটার দিকে ওই গ্রামের লোকজন তাদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে জুয়াড়িরা আত্মরক্ষার্থে নদীতে ঝাপ দেয়। এসময় রুবেল পানিতে তলিয়ে নিখোঁজ হয় এবং অন্যরা সাঁতরিয়ে নদীর অপর পাড় কাপাসিয়ার শহর টোক এলাকায় উঠে আসে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও রুবেলের সন্ধান পায়নি। ঘটনার দু’দিন পর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দু’কিলোমিটার দুরে শহর টোকের নতুন বানার ব্রীজ এলাকায় রুবেলের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশে পঁচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।