রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ খবর পাওয়া গেছে। মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পুলিশ মসজিদটি লকডাউন করে দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুদ্ধিজীবী জামে মসজিদের খাদেম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে মসজিদটি লকডাউন করা হয়েছে।

রৌশনুল হক আরও বলেন, মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লকডাউন করে ফেলা হয়েছে পুরো এলাকা। এদিকে ২৪ ঘণ্টায় আরও ১১২ জন মানুষ করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। নতুন আক্রান্তসহ দেশে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০। মৃত্যু ২১ জনের সুস্থ হয়েছেন ৩৩ জন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, দেশে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, মোট ১২৯ জন। এ ছাড়া নারায়ণগঞ্জ ৪৬, মাদারীপুর ১১, গাইবান্ধা ৫, নরসিংদী ৪, চট্টগ্রাম ৩, মানিকগঞ্জ ৩, কুমিল্লা ২, জামালপুর ২, টাঙ্গাইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, গাজীপুর ১, মৌলভীবাজার ১, রংপুর ১, শরীয়তপুর ১, সিলেট ১, শেরপুর ১, কিশোরগঞ্জ ১, নীলফামারী ১, রাজবাড়ী ১ জন আক্রান্ত রয়েছেন।