করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানো মোস্তাক আল মামুনকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার আবুল হোসেন জানান, গত ০৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরের দিঘলকান্দি গ্রামের শ্বশুর শফিকুল ইসলামের বাড়িতে আসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ার আনিছুর রহমানের ছেলে মোস্তাক আল মামুন। এর পরে তাকে প্রাথমিক লক্ষণে করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

দুইদিন পরে ৭ এপ্রিল রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার আবুল হোসেন পাবনা সদর থানায় একটি সাধারন ডাইরি করেন।

এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পাবনা সদর থানায় সাধারন ডাইরির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ায় মোস্তাক আল মামুনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে।