জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক থাকা আবদুল মাজেদকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৮ এপ্রিল মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান খুনি আবদুল মাজেদ। যদিও তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করার পর আবেদনপত্রটি পৌঁছে কেন্দ্রীয় কারাগারে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় আগামী শনি বা রোববারের মধ্যে আবদুল মাজেদের ফাঁসির কার্যক্রম সম্পন্ন করা হবে। এর জন্য যা যা দরকার সব প্রস্তুতু বলেও জানিয়েছেন কারা কর্তিপক্ষ। সেই গুঞ্জন আরেক ধাপ এগিয়ে গেল কারাগারে পরিবারের দেখা করার খবরে। আজ সন্ধ্যায় আবদুল মাজেদের সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছেন পরিবারের সদস্যরা।