গাজীপুরের শ্রীপুরে ভিজিএফ কার্ডের চাউল (১০টাকা কেজি মূল্যের ত্রাণের) ওজনে কম দেওয়ায় স্থানীয় ডিলার রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তের নাম মোহাম্মদ মোরশেদ আলম (৩৯)। তিনি রাজাবাড়ি এলাকার সরকারি ভিজিএফ’র ১০ টাকা কেজির চাউল (খাদ্য বান্ধব কর্মসূচীর) চাউলের ডিলার মেসার্স আবিদ এন্টারপ্রাইজের মালিক এবং স্থানীয় রাজাবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী সোমবার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে উপকারভোগীদের জন্য ১০টাকা কেজি দরে চাউল বিক্রি কর্মসূচী শুরু হয়। শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় মোহাম্মদ মোর্শেদ আলমকে ওই কর্মসূচীর ডিলার নিয়োগ করা হয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত ভিজিএফ-এর চাউল ক্রয় করতে পারবেন। স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ওজনে ৫ কেজি কম দিয়ে ২৫ কেজি করে চাউল বিক্রি করে এবং তাদের কাছ থেকে ৩০ কেজি চাউলের দাম আদায় করছেন। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১’র সদস্যদের সহযোগিতায় গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। আদালত হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় এবং মামলা দায়ের করেন। এসময় আদালতের কাছে অভিযুক্ত ডিলার নিজের অপরাধের কথা স্বীকার করেন।