রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার লাউ পট্টি আড়তের এক ব্যবসায়ী ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই দুই জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন ঘোষণা করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ বলেন, কাঁচাবাজার আড়তে দুজনের করোনা পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়েছে। করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে দুজনের নমুনা পরীক্ষা করানোর পর আজ আইইডিসিআর এর পক্ষ থেকে জানানো হয় তাদের করোনাভাইরাস পজিটিভ। এরপরই কারওয়ান বাজারে এরশাদ ভবন সংলগ্ন লাউপট্টির আড়ত ও তার পাশে একটি বাসা লকডাউন করা হয়। দুজনের একজন হাসপাতালে আর একজনকে বাসায় চিকিৎসা করানো হচ্ছে।