করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সম্মতিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা প্রস্তুতি নেব। শুক্রবার থেকেই এ প্রস্তুতির কাজ শুরু হবে। এতে ৪/৫দিন সময় লাগবে। ৫শ’ বেডের এ হাসপাতালে বর্তমানে ৫৬জন সাধারণ রোগী ভর্তি আছে। প্রয়োজনে তাদেরকে অন্য হাসপাতালে শিফট করা হবে, ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে। এখন এখানে শুধু করোনা সংক্রমনের রোগী ভর্তি হবে। কোভিড-১৯ রোগী ছাড়া এ হাসপাতালে সাধারণ রোগীর জন্য কোন ইমারজেন্সী তথা আউটডোর থাকবে না। সাধারণ রোগীরা প্রয়োজনে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতালগুলো চিকিৎসা নেবে।

এ হাসপাতালে ১০ বেডের আইসিইউ এবং চারটি ভেন্টিলেটর রয়েছে। অতিসত্ত্বর এখানেই কোভিড-১৯ নির্ণয়ের পরীক্ষার সম্ভবনাও রয়েছে।