গাজীপুরে করিম স্পিনিং মিলে শুক্রবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকার করিম স্পিনিং মিলের তিন তলা ভবনের নিচতলায় শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। তুলা, সুতা ও তুলার ডাস্টের কারণে মুহুর্তেই আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। ইতেমধ্যে আগুন কারখানার দোতলা ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কারখানার তুলা, সুতা ও মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।