একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনজন। তারা হলেন, ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ আসনে অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সাড়ে তিনটায় সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গত, করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে। এত দিন আগে তারা নির্বাচিত হলেও করোনা ভাইরাসের কারণে সংসদ সচিবালয় বন্ধ থাকায় তারা শপথ নিতে পারেনি। আজ সংসদ অধিবেশন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদে যাওয়ায় তাদের শপথ পড়ানো হয়। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান । এদিকে বিকেল ৫টায় একাদশ সংসদের ৭ম অধিবেশনকে ঘিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সংসদ সচিবালয়। সংসদের ভেতরে প্রবেশ করতেই জীবাণুনাশক স্প্রে দেওয়া হচ্ছে প্রত্যেককে।

জীবাণুনাশক স্প্রে গেইট স্থাপন করা হয়েছে সংসদের প্রবেশ গেটে। সেখান দিয়ে প্রবেশকালে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে দেওয়া হচ্ছে।