ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেই সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশে কথা বলি। খবর পেয়েছি, যেসব এলাকায় করোনা রোগী পাওয়া গেছে তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। এখনো বিভিন্ন উপায়ে তাদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬। নতুন করে মারা গেছে সাতজন, মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৭৫ জন।’

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আপনারা জেনেছেন যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩১২ জন। এর মধ্যে শতকরা ৬৬ ভাগ পুরুষ এবং মহিলা শতকরা ৩৪ ভাগ। শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে আক্রান্তের ৪৪ ভাগ ঢাকা শহরের, ৩১ ভাগ নারায়ণগঞ্জের এবং বাকি ২৫ ভাগ সারা দেশে।’

উল্লেখ্য, গতকাল শনিবার পর্যন্ত ঢাকা শহরের ৮৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ঢাকা শহরের বাইরে ঢাকা জেলায় আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার পর সবচেয়ে বেশি করোনা ছড়িয়ে পড়া নারায়ণগঞ্জে ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।