পাবনার বেড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ জনের মধ্যে আবুল শেখ (৬৫) ও তার ছেলে কালাম (৪৫) মারা গেছেন। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকালে বেড়া পৌরসভার শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছিল।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বিষয়টি করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার বেড়া পৌরসভায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যে পাঁচজন দগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে দুজন মারা গেছেন। আবুল শেখের অন্য ছেলে কালু শেখের অবস্থাও সংকটাপন্ন বলে খবর পেয়েছি।’

জানা গেছে, বৃহস্পতিবার বেড়া পৌরসভার শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়ায় গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে সেখানে যান। জাহাঙ্গীর আলম নিজেই শেষ হয়ে যাওয়া সিলিন্ডারটি খুলে নতুন সিলিন্ডার লাগাতে গেলে তাতে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন আগুন নেভাতে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে সেখানে থাকা পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আজ দুজনের মৃত্যু হয়।