দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বুধবারের তথ্যমতে, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে নতুন করে শনাক্ত হয়েছে ৩৯০ জন এবং মারা গেছে ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২ এবং মৃত্যু ১২০ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে, ঢাকা শহর, ঢাকা জেলাসহ দেশের বেশকিছু জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকা বিভাগের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ঢাকা ডিভিশনে প্রায় ৭২-৭৩ শতাংশ করোনা আক্রান্ত রোগী। এটা অর্ধেক-অর্ধেক প্রায় ঢাকা সিটি এবং অন্যান্য জেলা যেমন- নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদীর মধ্যে।

এবার চলুন দেখে নিন ঢাকা সিটির কোন কোন এলাকায় ছড়ালো করোনাভাইরাস