যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ষষ্ঠ দিনে ১২টিতে করোনার জীবাণু পাওয়া যায়। এর মধ্যে যশোরে দুই জন, চুয়াডাঙ্গায় ছয়জন, কুষ্টিয়ার দুই জন, মাগুরার একজন, মেহেরপুরের একজনসহ মোট ১২ জনের নমুনা পজিটিভ এসেছে।

গেল ২২ এপ্রিল সাত জেলা থেকে ২৩৪টি নমুনা এসেছিল। এর মধ্যে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নমুনা থেকেই ১২ জনের নমুনা পজিটিভ এসেছে। দুটি জেলার এসসিআর ফর্ম না আসায় নমুনাগুলো টেস্ট করা হয়নি। ফর্ম আসলে সেগুলোও টেস্ট করা হবে। যোগাযোগ করা হলে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এই জেলায় নতুন করে দুই জনের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন।