প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে সরকার কর্তৃক সাধারণ ছুটি (অঘোষিত লকডাউন) রাজধানীতে বসবাসরত অনেকেই মানছে না। সামাজিক দূরত্ব মেনে চলা এবং বাড়িতে থাকার নির্দেশনা থাকলেও তা এড়িয়ে যাচ্ছেন। বাজারে ক্রেতা-বিক্রেতারা দাঁড়াচ্ছেন একে অন্যের গা-ঘেঁষে। হাঁচি-কাশির শিষ্টাচারও মানছেন না অনেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে, রাজধানীর উত্তর বাড্ডা এলাকা দেখা যায় প্রধান সড়কে মানুষের জটলা। সকাল সকাল টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতারা সামাজিক দূরত্ব রক্ষার চিহ্নে জায়গা দখল করে পাশেই বসে মেতেছেন খোশ গল্পে। পাশের কাঁচাবাজারেও দেখা যায় একই চিত্র।

বেশিরভাগ দোকানেই রয়েছে ক্রেতার ভিড়। সামাজিক দূরত্ব মানার বালাই নেই সেখানে। অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। দোকানি ও ক্রেতার মাঝখানেও তেমন দূরত্ব রক্ষা করা হয়নি। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের দূরত্ব বজায় রাখার কথা বললেও তারা শুনতে চান না।