রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) লকডাউন করে দেওয়া হয়েছে। চারজন রোগীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বারডেম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে। বুধবার রাতে গণমাধ্যমে সাইফ উদ্দিন বলেন, ‘হাসপাতালের আইসিইউ সন্ধ্যার দিকে লকডাউন করা হয়েছে। চার রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিল, চারজনই করোনায় আক্রান্ত।’

বারডেমের এ চিকিৎসক আরও বলেন, ‘আইসিইউ বিভাগে বেশি রোগী ছিল না। আক্রান্তদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইসিইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা যার যার বাসায়ই আছেন।’ বারডেমে করোনায় আক্রান্ত দুই রোগীর বয়স জানা গেছে। তাদের মধ্যে একজন পুরুষ (৬৮), আরেকজন নারী (৫৯)। বাকিদের তথ্য জানা যায়নি। দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১২০ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।