কলাপাড়ায় হতদরিদ্র ও নি¤œ মধ্যবিত্তদের মধ্যে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব। শুক্রবার কলাপাড়া পৌরসভা, কুয়াকাটা পৌরসভা, নীলগঞ্জ, মহিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় ইফতার সামগ্রীসহ চাল, ডাল, তেল,আলু ও পিয়াজ দেয়া হয়। অনলাইন ভিত্তিক এ সংগঠনটি কলাপাড়ার শিক্ষিত তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত। সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনটির প্রধান অ্যাডমিন মো. মহিবুল্লাহ মুহিব বলেন, করোনার কারণে মানুষের আয়-রোজগার বন্ধ। বিশেষ করে মধ্যবিত্তদের অবস্থা বেশি খারাপ। নি¤œ মধ্যবিত্তরা আছে চরম সংকটে। তাঁরা মুখ খুলে কিছু বলতে পারছেনা। এদিকে পবিত্র রমজান চলে এসেছে। মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন মনে করেই কিছু মানুষকে ইফতারীসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অপরদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে পায়রাবন্দর এলাকায় কর্মহীন হয়ে পরা ২ শতাধিক অসহায় পরিবারের পাশে দাড়ালো এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুক্রবার পায়রা বন্দর সংলগ্ন এম এম বিল্ডাস অফিস কার্যালয়ের সামনে ওইসব অসহায় হতদরিদ্রদের মাঝে আসন্ন মাহে রমযানের ইফতার উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো.মজিবুর রহমান সাগর, কো-অডিনেটর মো.মনিরুজ্জামান লিটুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরন শেষে এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো.মজিবুর রহমান সাগর বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে চলমান করোনা দুর্যোগে কর্মহীন ও ঘরবন্দী ২ শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এম এম বিল্ডার্স গ্রুপ লিমিটেড’র এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি