দেশে পর্যাপ্ত পরিমাণে করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবহৃত কিট মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘একটি কথা আমি বলি, অনেকেই বার বার আমার কাছে জানতে চান আমাদের যে পরীক্ষার কিট সেই সংক্রান্ত। এর আগে আমরা কিটের নাম্বার বলেছিলাম। আমাদের যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে পিসিআরে পরীক্ষার যে কিট সেটা সংরক্ষিত আছে। কাজেই আমাদের পরীক্ষার কিট নিয়ে সমস্যা নাই। এটি কন্টিনিউয়াস প্রসেসে ধারাবাহিকভাবে আমরা এটা আমদানি করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের আরেকটা বিষয়- যেটা নমুনা সংগ্রহে লাগে সেটাকে আমরা সোয়াপস্টিক বলি। এই সোয়াপস্টিকেরও আমাদের কোনো ঘাটতি নাই। যে দেশীয় কোম্পানি এটি উৎপাদন করে তারা নিয়মিতভাবেই এটি আমাদের সরবরাহ করে যাচ্ছে। আপনারা জানেন এখন ফ্যাক্টরি চালানোও সমস্যা, এরও মাঝে তারা এই সোয়াপস্টিক তৈরি করে যাচ্ছে এবং আমাদের সরবরাহ করছে। তারপর সারা দেশে আমরা এই সোয়াপস্টিক বা নমুনা সংগ্রহের কিটটি পাঠিয়ে থাকি।’

আজ রোববারের ব্রিফিং নাসিমা সুলতানা দেশের করোনা পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এই নমুনার মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪১৮ জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত পরীক্ষা করেছি ৪৬ হাজার ৫৮৯ জন। গতকালের নমুনা সংগ্রহ ছিল ৩ হাজার ৬৮০টি।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২২ জন। যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই ৯ জন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। সেই তথ্যটা এখানে আমরা দেই না। যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই।’