আত্মসমর্পণ

তুমি বলেছিলে, এটাই সমুদ্র
আমি বিশ্বাস করেছিলাম
অথচ সেটা নদী ছিল……..
তুমি বলেছিলে, এটাই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ
আমি বিশ্বাস করেছিলাম
অথচ সেটা ছিল ছোট একটা পাহাড়……..

তুমি বলেছিলে, মেঘ ছুঁলেই আকাশ ছোঁয়া যায়
আমি মেঘ ছুঁয়ে আকাশ হলাম……….
তুমি বলেছিলে, পাখিদের কোনো ঠিকানা নেই
অথচ দিন শেষে পাখিরাও নীড়ে ফিরে……….

তুমি বলেছিলে, জোঁছনা নয়, আমাবস্যার রাতে
তোমার হাতে হাত রেখে, হেঁটে যাবো বহুদূর
আমি হাঁটব বলেই তো দু’পা বাড়ালাম…..
তুমি বলেছিলে, পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা
তোমার ঐ জলসা ঘরে, আমি সেই জলসা ঘরের রাণী হলাম…..

তুমি বলেছিলে, ভালোবাসা অন্ধ হয়
আমি অন্ধের মতো, এই আমার আমি কে
একটু একটু করে নিঃস্ব করে
তোমার কাছে আত্মসমর্পন করলাম।

কখনও কেনো বলো নি, সমুদ্রে যেওনা
সমুদ্রের গহীনে শুধুই দীর্ঘশ্বাস…….
কখনও কেনো বলো নি, আকাশ ছুঁয়ো না
আকাশের বুকে শুধুই নীল……

কখনও জানতেও চাইলেনা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়
মেঘ ছোঁয়া পাহাড়টাই আমার প্রিয় ছিল…….
আমি পাখি হতে চেয়েছিলাম,,নীড়ে ফেরা পাখি…..

কখনও তো বলো নি! বহুদূরে যেতে যেতে
মাঝপথে হাত ছেড়ে দিবে!
অন্ধকারে মিলিয়ে দিবে এই আমার আমি কে!
আমি তো ভালোবাসতে চেয়েছিলাম
প্রতিদানে ভালোবাসা চেয়েছিলাম
বিনিময় তো চাইনি!

কতো ফুল রোজ ফোঁটে, আবার ঝরে পরে
কখনও বুঝতেও পারিনি,সেই ঝরা ফুলের দলে
আমিও একদিন শুকিয়ে যাবো……..
সব ঝরা ফুলে কি আর মালা হয়!
তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা অন্ধ হয়
আমি অন্ধকারেই ছিলাম……..
তোমার জলসা ঘরের নাটকীয় নৈসর্গে
একটু একটু করে নিঃশেষ হলাম।।

-আমেনা ফাহিম