নড়াইলে আরও তিনজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সাতজন ডাক্তারসহ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জন। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ সোমবার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য নড়াইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক। নতুন আক্রান্ত তিন ডাক্তার হলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. আব্দুল মান্নান ও ডা. প্রশান্ত মল্লিক।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন জানান, যশোর ল্যাবে এ পর্যন্ত জেলার মোট ২১৩টি নমুনা পাঠানো হয়েছিল। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৯১টির রিপোর্ট পাওয়া গেছে, পেন্ডিং ছিল ১২২টি। পরে সকাল ৯টার দিকে আরও তিনটি রিপোর্ট এসেছে। তার মধ্যে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুজন ডাক্তারের নমুনা পজিটিভ এসেছে। জেলায় করোনায় আক্রান্ত ১৩ জনের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি লোহাগড়ার পার ছাতরা গ্রামের সৈয়দ সুজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।