করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে পথ প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল (সোমবার) খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে মহালছড়ি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ও সড়কে প্রচারণা চালানো হয়। এই সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কি কি করনীয় ও বর্জনীয় তা মাইকিং করে জানানো হয়। এছাড়াও জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
উক্ত প্রচারাভিযানে ঘোষক হিসেবে ছিলেন রিপু খীসা ও অপারেটর হিসেবে ছিলেন মোঃ সোলায়মান এপিএই ।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি)খাগড়াছড়ি