খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আজ সকাল নয়টা থেকে kmss এর পক্ষে গরীব মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় নাগরিকদের ত্রাণ ও নগদ টাকা বিতরন করে। বেশ কিছুদিন আগে শুধুমাত্র খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তানদের অনুদানে করোনায় উদ্ভুত পরিস্হিতির জন্য একটি ত্রান তহবিল গঠন করা হয়। রমজানের শুরুতে রাস্তায় চলমান ভাসমান হতদরিদ্র মানুষের কাছে নগদ টাকা থাকবেনা। এটা ধারনা ছিল। সেই সঙ্গে দ্রব‍্যমূল‍্যের এই উর্দ্ধগতির বাজারে ঢাকায় বসবাসকারী নিম্নবিত্তের মুক্তিযোদ্ধারাও অসহায় হয়ে পড়েছে। তাদের জন‍্য কিছু চাল ডাল তেল সহ নিত‍্যপ্রয়োজনীয় দ্রব‍্যাদির ব‍্যবস্হা করেছে সংগঠনটি।

সংগঠনের তহবিল হয়তো ছিল সামান‍্য। কিন্ত তাদের চেষ্টাটা ছিল অসামান্য। সংগঠনের সদস‍্যদের বক্তব্য হলো আমরা মন থেকে চেয়েছি কিছু করতে। আমরা বীরের সন্তান আমরা যেকোনো দুর্যোগে মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারনের পাশে থাকতে বদ্ধ পরিকর। ত্রাণ বিতরনে উপস্হিত ছিলেন সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মোল্লা। উল্লেখ্য ২০১৮ সালে সংগঠন টি চলতে শুরু করে। অরাজনৈতিক এঐ সংগঠনটির উদ্দেশ্য হলো মুক্তিযোদ্ধাদের অধিকার বাস্তবায়নে কাজ করা এবং যে কোন দুর্যোগে সাধারন মানুষের পাশে দাঁড়ানো।