নওগাঁয় একদিনেই নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার রাণীনগর উপজেলার আগের একজনসহ নওগাঁয় এখন করোনা ভাইরাস রোগীর সংখ্যা ১৭ জন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। নওগাঁর সিভিল সার্জন ডাঃ মুঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নওগাঁ থেকে পাঠানো আরও ২২২টি নমুনা পরীক্ষা শেষে ১৫ টিতে করোনা সনাক্ত হয়েছে। তার মধ্যে সাপাহারে ২ জন, রানীনগরে ৫ জন, মহাদেবপুরে ২ জন, পোরশায় ১ জন, মান্দায় ২ জন, আত্রাইয়ে ৩ জন।

তিনি বলেন, সাপাহার এবং রাণীনগর উপজেলায় একই পরিবারের একাধিক সদস্যদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়া প্রত্যককে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ি সহ আশপাশের বাড়ি লগডাউন ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ তারিখে নওগাঁর রাণীনগরে একজন নার্সের শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।