গাজীপুরে শ্রীপুরের এক কারখানায় শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় ৫ ঘন্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ভিয়েলা টেক্স লিমিটেড কারখানার (ইউনিট-২) গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক কামরুল হাসান ও স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ভিয়েলা টেক্স লিমিটেড কারখানায় বিশাল আকৃতির তুলার গুদামে শুক্রবার দুপুর পৌণে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা টিন শেডের ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে। এসময় তারা কারখানার মেইন গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করায় স্থানীয়রা আগুন নেভাতে ব্যার্থ হন।

ফায়ার সার্ভিসের টঙ্গী ষ্টেশনের উপ-সহকারি পরিচালক মানিক উজ্জামান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর সদর ষ্টেশনের ১টি, শ্রীপুর ষ্টেশনের ৩টি এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল ষ্টেশনের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পৌণে ৭টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা চষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি।