ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ নিরাপত্তাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় গতকাল শনিবার রাতভর গোলাগুলিতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কর্নেল আশুতোষ শর্মা, মেজর আনজু সোদ, নায়েক রাজেশ কুমার ও ল্যান্স নায়েক দিনেশ রয়েছেন। খবর এনডিটিভি।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সমবেদনা জ্ঞাপন করেছেন। সরকারি বিবৃতিতে বলা হয়, কুপওয়ারা জেলার একটি বাড়িতে সন্ত্রাসীরা কয়েক জন বেসামরিক নাগরিক জিম্মি করে রেখেছে। গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এর পর দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছে। এ অভিযানে বেশ কয়েক জন বেসামরিক লোককে উদ্ধার করা হয় বলে সরকারি বিবৃতিতে দাবি করা হয়। এ ছাড়া দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।