ভারতশাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকু নিহত হয়েছেন। মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন রিয়াজ। গতকাল বুধবার কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে নিহত হন তিনি। সম্প্রতি দুই দফ ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার পর এই কমান্ডার নিহত হওয়ার ঘটনা ঘটল। খবর এনডিটিভি।

জানা গেছে, গতকাল সকাল থেকেই নাইকু যে বাড়িতে লুকিয়ে ছিলেন সেখানে প্রবল গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত দুপুরের দিকে বিস্ফোরণে বাড়িটি উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা দুই মৃতদেহের মধ্যে একটি রিয়াজ নাইকু বলে শনাক্ত করে যৌথ বাহিনী। ২০১৬ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর হিজবুল মুজাহিদিনের দায়িত্ব নিয়েছিলেন রিয়াজ নাইকু। দলে স্থানীয়দের নিযুক্ত করার কাজ করছিলেন তিনি। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১২ লাখ টাকা।