অপ্রকাশিত ভালোবাসার জলছবি

ভালোবাসি, বলিনি তোমায়
বলতে আজও অপারগ।
হয়তো আর
হবেও না বলা কোনো দিন। অবরোধ যেন সে পথ!

তোমার মনে
হয়তো অন্য কেউ
অন্য কারও বসবাস।

ভালোবাসা খুব বেশি নয়,
ছিলো যৎসামান্যই
তুমিও বুঝোনি
আমিও বলিনি কোনও দিন।

ভালোবাসেছিলেম
ভালোলাগার প্রাণস্পন্দনে।

হেয়ালীপনার কাঠগড়ায়
একটু মায়া রয়েছে আজও।
বন্দি থাকনা সেটুকু অপ্রকাশিত মনের জেলখানায় নিছক ভালোলাগার মায়ায়।

নাইবা বুঝলে তুমি আমার
নিরব লাজুক ভালবাসা।

মনের রং তুলিতে
না হয় থাক আঁকা
অপ্রকাশিত ভালবাসার জলছবি।

 – রুদ্র অয়ন, ঢাকা, বাংলাদেশ