অধরা ভালবাসা 

প্রতিদিনের মত সুর্যোদয়
আমার হৃদয়ের আঙিনায়
আলো আঁধারির খেলা খেলে।

মনের অতল থেকে
সুখ-দুঃখ করতালি দেয়!
বিরহের মাঝেও
মিলনের স্বপ্ন জাল
বুনে যায় হৃদয়!

কখনও কখনও
কিছু কথা কিছু ব্যথায়
বিষাদে ছেয়ে যায় মন।

যেন ভাসমান শ্যাওলা
শিকড়ে প্রেম রেখেছি বেঁধে,
ঢেলেছি অজস্র জলধারা;
ভালবাসার কাছে
নিজকে করেছি সমর্পিত।
প্রেম তবু রয়ে গেলো অধরা!

– রুদ্র অয়ন, ঢাকা বাংলাদেশ