গাজীপুরে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। জেলায় ২৪ ঘন্টায় এ ভাইরাসে ১২৯জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ১৪জন সদস্যও রয়েছেন। এনিয়ে জেলায় এপর্যন্ত মোট ৪৯৬ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে সর্বশেষ ২৪ ঘন্টায় ৪৬৪ জনের নমুনা পরীক্ষার বৃহষ্পতিবার প্রাপ্ত ফলাফলে ১২৯জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছে গাজীপুর সদর উপজেলায় (মহানগর)। নতুন আক্রান্তদের মধ্যে এ উপজেলায় ৭০জন, কালীগঞ্জে ১০ জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় ৩ জন, শ্রীপুরে ৩ জন এবং তেঁতুইবাড়িস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের ৩২জন রয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, গাজীপুরের ৫টি উপজেলায় এপর্যন্ত (বৃহষ্পতিবার) ৪৯৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ২১২ জন। অন্য উপজেলার আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ১০৩জন, কাপাসিয়ায় ৭৫জন, কালিয়াকৈরে ৪৬জন ও শ্রীপুর উপজেলার ২৮জন রয়েছে। গাজীপুরে এ পর্যন্ত ৫ হাজার ২৩৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে জেলার তেঁতুইবাড়িস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ও কর্মী রয়েছেন।

এদিকে জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আরো ১৪সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমনের নমুনা পরীক্ষার বৃহস্পতিবারের প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এনিয়ে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের মোট ৬৪ পুলিশ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫০জন সম্প্রতি সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।