গাজীপুরে শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনায় নৌকা থেকে পড়ে নিখোঁজের ২৬ঘন্টা পর দোকান কর্মচারী এক যুবকের লাশ শুক্রবার বিকেলে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার নাম সানি (২২)। শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় এক ভাঙ্গারীর দোকানে (পুরাতন মালামালের) কাজ করতো।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন ম্যানেজার রাম প্রাসাদ পাল জানান, শ্রীপুরের বরমী বাজার খেয়া ঘাট থেকে বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিন চালিত নৌকায় চড়ে কাজের উদ্দেশ্যে ত্রিমোহনী এলাকার যাচ্ছিল সানি। পথে নান্দিয়াসাঙ্গুইন এলাকায় পৌঁছলে অসাবধানতাবশতঃ নৌকা থেকে সে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় নি। খবর পেয়ে রাতেই টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে পরদিন শুক্রবার বিকেলে প্রায় ২৬ ঘন্টা পর ওই নদীর ভাটি এলাকা হতে সানির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।