গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্র দেখিয়ে স্বচ্ছল দু’ব্যক্তিকে কার্ড বরাদ্ধ দেওয়া হয়েছে। ওই কার্ড দিয়ে ১০টাকা কেজি মূল্যের ৬০কেজি চাল তুলে তা স্থানীয় এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করার অভিযোগে ওই দুই ব্যাক্তির কার্ড বাতিল এবং চাল ক্রেতা ধনী ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দন্ড দিয়েছেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, সরকারের দুঃস্থ্য মানুষের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজিতে ৩০ কেজি চাল ক্রয়ের সুযোগ রয়েছে। রবিবার বিকেলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার টোক নগরের পূবাইল বাজার এলাকায় চাল বিক্রির প্রক্রিয়া মনিটরিং করা হচ্ছিল। এসময় কার্ডধারী ২ ব্যক্তি ১০ টাকা দরে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল কিনে তা স্থানীয় একজন ধনী ব্যক্তির কাছে বিক্রি করার ঘটনা ধরা পড়ে। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই চাল জব্দ করে এবং তাৎক্ষণিকভাবে দূর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২-এর ৩৯ ধারায় চাল ক্রেতা ওই ধনী ব্যক্তিকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ও কার্ডধারী ওই দু’ব্যক্তির কার্ড তথা রেজিষ্ট্রেশন বাতিল করা হয়। ঘটনার সময় হতদরিদ্রের জন্য কার্ডধারী ওই দুই ব্যক্তির বাড়ি গিয়ে দেখা গেছে তারা বাস্তবেই স্বচ্ছল, তারা ওই কার্ড পাওয়ার উপযোগী নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা নিজেদের নাম হতদরিদ্রের নামের তালিকাভুক্তির মাধ্যমে কার্ড হাতিয়ে নিয়েছে।