দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৮ জন। এছাড়া একই সময়ে আরও ১ হাজার ২৭৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮। রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮,১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৬,৭৮২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৯৩০ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২০,৯৯৫ জন। আর গতকাল আরও ১৬ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩১৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২৩৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪,১১৭ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানাই।