(নোভেল ১৯) করোনা ভাইরাস সরকার ঘোষিত লক ডাউনের কারণে, কর্মহীন হয়ে পড়া অসচ্ছল নিন্মআয়ের মানুষের মাঝে, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি,মহোদয়ের নির্দেশে বান্দরবানের লামা রুপসীপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ১৮ই মে সকালে রূপসীপাড়া ইউনিয়নের পাহাড়ি দূর্গম পাহাড়ি পথ ফাঁড়ি দিয়ে মংপ্রু পাড়া নামক স্হানে ৪.৭.৮.৯. নং ওয়ার্ড,২৬০ পরিবারেরর মাঝে। ২৬০টি নিন্মবিত্ত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মুটোফোনে চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন আজকের এই খাদ্য সামগ্রী বিতরন করা হয় মোট ২৬০ পরিবারের এর মধ্যে ৮০ টি হচ্ছে সরকারী ও ১৮০ টি হচ্ছে বেসরকারি সংস্হা থেকে সুস্ট ভাবে বিতরন করা হয় বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ছাচিংপ্রু মার্মা, স্হানীয় মেম্বার আব্দুল মান্নান,লংপা ম্রো,কাইওয়ে ম্রো এবং লামা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন সহ লামা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।

স্বপন কর্মকার লামা (বান্দরবান) প্রতিনিধি