পাবনা শহরের সাধুপাড়া থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ৭টি হাতবোমা এবং ১০ রাউন্ড গুলিসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। আটকরা হলেন, সাধুপাড়া মহল্লার মো: মনোয়ারুলের ছেলে আপেল(৩০), মৃত মোস্তাফার ছেলে সুমন(৩২)এবং আব্দুস সামাদের ছেলে রফিক(৩২)। রোববার দুপুরে র‌্যাব ক্যাম্পে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংএর আয়োজন করে এ তথ্য জানানো হয়। শনিবার ভোরে সাধুপাড়া চামড়ার গুদামের পাশে থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ওই ৩জনকে আটক করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, আটক ৩ জনই চিন্হিত দুষ্কৃতকারি। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তারা একাধিকবার গ্রেফতারও হয়ে জেল হাজত খাটেন। তিনি জানান, শনিবার ভোরে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ভোর সাড়ে ৩টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশী রিভলবার, ২টি স্যুটারগান, ৭টি হাতবোমা, ১০ রাউন্ড গুলি এবং এবং একটি রামদা উদ্ধার করা হয়।
র‌্যাব ক্যাম্পে তাদের জিঞ্জাসাবাদ চলছে। এ ব্যাপাাের পাবনা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।