গাজীপুরে র‌্যাব-১’র সঙ্গে বন্দুক যুদ্ধে কক্সবাজারের আন্তঃজেলা এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় র‌্যাব’র এক সদস্যও আহত হন। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা টেবলেট, ১০হাজার একশত টাকা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করেছে। সোমবার র‌্যাব-১’র পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

নিহতের নাম নুরুল হক (৩৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজপালন গ্রামের আন্জু মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর ওই কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ইয়াবা টেবলেটের একটি বড় চালান গাজীপুরে আসছে। ওই চালানটি গাজীপুরের কাশিমপুর হয়ে ঢাকায় পাচার হবে। এ গোপন খবর পেয়ে র‌্যাব-১’র সদস্যরা রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের তেঁতুইবাড়ী এলাকায় চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী করতে থাকে। রাত ১টার দিকে একটি ট্রাককে র‌্যাব সদস্যরা থামানোর জন্য সিগন্যাল দেয়। এসময় ওই ট্রাকটি সিগন্যাল না মেনে চলে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ট্রাক থেকে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যরা ট্রাক থেকে নেমে পিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা টেবলেট, ১০হাজার একশত টাকা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি থেকে তার পরিচয় জানা যায়। নিহত নুরুল হক কক্সবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সময় র‌্যাব’র এক সদস্যও আহত হয়েছে।