নীলফামারী জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার(১জুন)রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৭ জন। জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষাগারে নমুনা পরিক্ষার রিপোর্টে জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের তথ্য আসে। নতুন করে ১৭ জন আক্রান্তদের মধ্যে জেলার জলঢাকা উপজেলায় ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৫ জন,ডোমার উপজেলায় ৪ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ১৪৭ রোগীর মধ্যে জেলা সদরে ৫৩,সৈয়দপুরে ২৩, ডোমারে ২৩,জলঢাকায় ২০, ডিমলায় ১৭, কিশোরগঞ্জে ১১ জন রয়েছেন ।আক্রান্তদের মধ্যে ডোমার ও জলঢাকার দুই রোগী পলাতক রয়েছেন।মৃত্যু বরন করেছে এক নারী সহ তিনজন।সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।

 

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি