গাজীপুরে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টার নমূনা পরীক্ষার বৃহষ্পতিবারের ফলাফলে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৬০জনের দেহে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় এপর্যন্ত (বৃহষ্পতিবার) মোট একহাজার ৪৯০ জনের করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এ ভাইরাসে জেলায় এ পর্যন্ত ১১জন মারা গেছেন।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে এ পর্যন্ত সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৯৫৬ জন। অন্য চারটি উপজেলার আক্রান্তদের মধ্যে কালিয়াকৈরে ১৬৩জন, কালীগঞ্জে ১৫১জন, শ্রীপুরে ১১৮জন ও কাপাসিয়া উপজেলার ১০২জন রয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ১২ হাজার ৭৫ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৬০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ২৬জন, শ্রীপুর উপজেলায় ২৫জন, কালিয়াকৈর উপজেলায় ৭জন, কাপসিয়া উপজেলায় ২জন। কালীগঞ্জ উপজেলায় এদিন কেউ আক্রান্ত হননি। এনিয়ে জেলার ৫টি উপজেলায় এপর্যন্ত মোট একহাজার ৪৯০ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার জেলার ৯৩জন এ ভাইরাসে আক্রান্ত হন।ঁ তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ২৮৬জন সুস্থ্য হয়েছেন।