গাজীপুরে শনিবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় টাইলসের এক মিস্ত্রি নিহত হয়েছে। এরআগে অপর এক ট্রেনের নীচে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধি এক যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

জিআরপি’র জয়দেবপুর রেলওয়ে জংশন ষ্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিনসহ স্থানীয়রা জানান, লালমনির হাট থেকে যাত্রী নিয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার ঢাকা যাচ্ছিল। সন্ধ্যা পৌণে ৭টার দিকে ট্রেনটি গাজীপুর শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন ষ্টেশনে প্রবেশের পূর্ব মুহুর্তে রাজবাড়ি রোড রেল গেইট অতিক্রম করছিল। এসময় এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে দিয়ে দৌড়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের নাম মাইনুল ইসলাম (৫৩)। সে গাজীপুর মহানগরের বিলাশপুর এলাকার বিশ্ব প্রামণিকের ছেলে। সে এলাকায় টাইলস মিস্ত্রিও কাজ করতো।

জিআরপি’র ওই কর্মকর্তা আরো জানান, একইদিন সকালে গাজীপুর মহানগরের বিলাশপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে ্এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩৩ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি। সে মানসিক প্রতিবন্ধি বলে এলাকাবাসি জানিয়েছে। তার পরনে ছাই রংয়ের জ্যাকেট রয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।