কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মতো পারভেজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত দশটার দিকে তার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ডা: চিনময় হাওলাদার।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে কলাপাড়ায় আরও ২ জনের রিপোর্ট পজেটিভি এসেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দুইজনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে একজনের বাড়ি পৌর শহরের নাইয়াপট্রি, অপর দুই জনের বাড়ি রহমতপুর এলাকায়। এদিকে মৃত্যু ওই যুবকের রিপোর্ট গতকাল পজেটিভ আসার পর পরই তার বাড়িসহ নাইয়াপট্রি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে।

কলাপাড়ায় মোট আক্রান্তের সংখ্যা – ৯জন। এইমুহুর্তে মধ্যে মৃত্যু হয়েছে ১জনের এবং ৮জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি