ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টারশেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হেলিপ্যাট মাঠে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ৯ সদস্যের দল মর্টার শেলটি ধ্বংস করে।

কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফাহমিদা সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলটি অবিস্ফোরিত রয়ে যায় এবং এটি সচল ছিলো।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, চলতি বছরের ২২ মার্চে উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর পূর্বপাড়া (ধলেশ্বর) গ্রামের এক বাড়িতে মাটি খুড়ার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দিলে বৃহস্পতিবার দুপুরে তারা মর্টার শেলটি ধ্বংস করেন।