ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ উল্লাহকে জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনে ঢাকায় আনা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে তাকে একটি হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। অধ্যাপক ডা. এমদাদ উল্লাহ মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, এর মাঝে করোনা উপসর্গ দেখা দেওয়ায় অধ্যাপক ডা. এমদাদ উল্লাহর করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তাঁর শ্বাসকষ্ট যাচ্ছিল না। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ণ বলেন, তার করোনা উপসর্গ থাকায় এবং শ্বাসকষ্ট না কমায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।